যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেন
যশোর ডিবি’র জালে ৪১ মামলার(২৫মামলায় সাজা) গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি দেলোয়ার গ্রেফতার।গ্রেফতারকৃত আসামি হলোমোঃ দেলোয়ার হাসান(৪৫), পিতা- জয়নাল আবেদীন দফাদার, সাং- ছাতিয়ানতলা, থানা- কোতয়ালী মডেল থানা, জেলা- যশোর।যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশনায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় অদ্য ১০/০৪/২০২৫ রাত ০৩.৩০ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা ডিবি,যশোরের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই নিঃ শেখ আবু হাসান, এএসআই নিঃ সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই নি; নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম ২৫ মামলার সাজা প্রাপ্ত মোট ৪১ মামলার গ্রেফতারী পরোয়নাভুক্ত পলাতক আসামি অর্থ প্রতারক দেলোয়ার হাসান(৪৫) কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা হতে গ্রেফতার করেছে।সে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় নিজের প্রকৃত নাম গোপন রেখে তুহিন নাম ধারণ করে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল মর্মে জানা যায়। আসামি দেলোয়ার একটি ব্যাংকের ম্যানেজার হিসেবে চাকরি করতেন এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় অর্থ প্রতারণার দায়ে ২০১৩ সালে প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়।তার বিরুদ্ধে ব্যাংকে চাকরি করার সুবাদে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ প্রতারণার অভিযোগ রয়েছে।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.