মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।
মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল ও সহজতর করতে খুলনায় ৩৯ বছর পর পুনরায় অফিস চালু করা হয়েছে। মূলত বন্দর ব্যবহারকারীদের অনুরোধে বুধবার (৪ জুন) খুলনাস্থ অফিসের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।বন্দর ব্যবহারকারীরা জানান, অধিকাংশ ব্যবসায়ী ও বন্দর-সম্পৃক্ত ব্যক্তি খুলনায় অবস্থান করেন। ফলে খুলনায় অফিস চালু হওয়ায় তাদের কার্যক্রম সম্পন্ন করা এখন সহজ হবে।
এতে সময় সাশ্রয় হবে এবং বন্দরের কার্যক্রমে গতি আসবে। এর ফলে তারা একদিকে যেমন বন্দর ব্যবহারে আরও উৎসাহিত হবেন অন্যদিকে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।বিশেষ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতিশ্রুতি রক্ষা এবং ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যেই অফিসটি চালু করেছে।
উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ ডিসেম্বর মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম খুলনা থেকে মোংলায় স্থানান্তরিত হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.