রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস ,পশ্চিমবঙ্গ
আজ ১৩ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুর জেলার, পাঁশকুড়া নস্করদিঘী গ্রামে ৪০০ বছরের ঐতিহ্যবাহী রঘুনার মন্দিরে মাঘীপূর্ণিমা উপলক্ষে রথযাত্রা উৎসব পালিত হল।
দীর্ঘ বছরের পুরানো মন্দিরের মাহাত্ম্য রয়েছে, এই মন্দিরের ক্ষীর ভোগ খুব প্রসিদ্ধ, এই মেলায় বহু মানুষের ভিড় জমে, দূর দুরান্ত থেকে মানুষজন এই মেলায় আসেন। আগে কাঠের রথ চলতো, তবে এখন লোহার রথ তৈরী করে মন্দির প্রাঙ্গণ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত দীর্ঘ পথ রথ টেনে আনেন গ্রামের মানুষজন।
এই ঐতিহ্যবাহী রঘুনাথজিউ রথযাত্রা উৎসবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তবে এবছর মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে জানা যায় উল্টো রথ ঠিক সাত দিন পরে আবার ফেরত যাবে ওই মন্দিরে,
এই উৎসব ঘিরে সকাল থেকেই শুধু এলাকার মানুষ নয় বিভিন্ন অঞ্চল থেকে মানুষেরা ভীড় করে থাকেন, এবং প্রত্যেকেই রথের রশ্মিতে হাত দিয়ে একবার টানার চেষ্টাও করেন।, বাদ্দি বাদ্য সহকারে আস্তে আস্তে রথ টানা শুরু হয় মেলা প্রাঙ্গণ পর্যন্ত। বহু মানুষ প্রসাদ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.