মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার দিনাজপুর।
দিনাজপুরের ফুলবাড়ীতে মহানবীকে কটুক্তি করায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় । গতকাল দিনাজপুর জেলার সদর উপজেলার বনতাড়া গ্রামের কমল দাসের ছেলে সবুজ দাশ কর্তৃক সোশ্যাল মিডিয়া ফৈসবুকে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করায় তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ফুলবাড়ীর তৌহিদী জনতা।৪ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজের পর ফুলবাড়ী নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে আবারও নিমতলা মোড়ে এসে সময়িত হয়। আল আমিন বিন আমজাদের সঞ্চালনায়
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাতুল্লা,ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব,নবীন আলেম মাওলানা জাকির হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন সবুজ দাস কে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।।