তাজউদ্দিন আহমেদ টুকু : পিরোজপুরের মঠবাড়িয়ায়
ইয়াসিন শিকদার নামের এক সৌদি প্রবাসীর বসতঘর তুলতে বাঁধা প্রদান করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে। প্রবাসী ইয়াসিন শিকদার গোলবুনিয়া গ্রামের বাসিন্দা হাফেজ শিকদারের ছেলে। অভিযুক্তরা হলেন প্রবাসী ইয়াসিন শিকদারের আপন চাচা গোলবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত শামসের শিকদারের দুই ছেলে খলিল শিকদার ও ইসমাইল শিকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলবুনিয়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী ইয়াসিন শিকদার একই এলাকার বাসিন্দা মৃত ওয়াজেদ আলী আকনের ছেলে গফফার আকনের কাছ থেকে প্রায় ১২ বছর পূর্বে হোগলপাতি মৌজার জেএল নং ৪৪, ৩১২১ নং খতিয়ানের ১৬৯০ নং দাগ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন। এদিকে ইয়াসিন শিকদার ৫ বছর পূর্বে জীবিকার তাগিদে সৌদিতে পাড়ি দেন। পরে সেই জমিতে ইয়াসিন শিকদারের স্ত্রী ডালিয়া বেগম বসতঘর তুলেন এবং পাশে থাকা জমিতে বাতরুম ও গোসলখানার কাজ শুরু করলে জমি পাওয়ার দাবিতে প্রতিপক্ষরা বাঁধা প্রদান করেন।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী অসহায় হয়ে পরেন। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ডালিয়া বেগম বাংলাদেশ সরকার সহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে সঠিক বিচারের দাবি জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে জানার জন্যে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। যার কারনে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.