রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ বাংলার চেতনা নিউজ।
আজ ১লা আগস্ট শুক্রবার, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দিনের পশ্চিমবঙ্গ সফর করলেন, ৩০ শে জুলাই ও ৩১ শে জুলাই। ৩০ শে জুলাই ঠিক দুপুর দুটোয় কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন,
বিকেল তিনটে নাগাদ এ আই আই এম এস কল্যাণী অডিটরিয়ামে পৌঁছান, বিকেল তিনটে চল্লিশ থেকে চারটে ত্রিশ পর্যন্ত এ আই আই এম এস এ সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় এবং তাহাকে সম্মানিত করেন। বিকেল পাঁচটা পনেরো নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে, 5:50 থেকে সন্ধে ছটা ত্রিশ পর্যন্ত দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান এবং সেখানে পুজো দেন। সেখান থেকে ফিরে তিনি রাজভবনে রাত্রিযাপন করেন।
অখিল ভারতীয় আয়ুবিজ্ঞান সংস্থান কল্যাণীর প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত হয়েছিলেন কলকাতা এমস হসপিটাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল ড: সি ভি আনন্দ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রতাপ রো গণপাত্র যাদব, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রমন্ত্রী শান্তনু ঠাকুর ও সংস্থার ভারপ্রাপ্ত ডিরেক্টর ডাক্তার রামজি সিং।
এই অনুষ্ঠানে ৪৮ জনকে সম্বর্ধিত করা হয়, প্রথম ডাক্তারি পাস করা ছাত্র-ছাত্রীদের, আগামী দিনে চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা ও রোগীদের নানান ভাবে উপকৃত করার জন্য এমস এগিয়ে যাবে এই বার্তা দেন, এবং যাতে সাধারণ মানুষের পরিষেবা আরো ভালো দেওয়া যায় তাহাও উল্লেখ করেন ডিরেক্টর সিংজি। ডাক্তারি ছাত্রছাত্রীদের উৎসাহ দিতেই এই সম্বর্ধনার আয়োজন।এরপর দক্ষিণেশ্বরে এসে কালী মন্দিরে পুজো দেন ও মায়ের কাছে প্রার্থনা করেন, করা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পুজো সারেন, এখান থেকেই তিনি রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন ও রাজভবনে রাত্রিযাপন করেন।
৩১ শে জুলাই, সকাল দশটা থেকে দশটা চল্লিশ পর্যন্ত রাজভবনে থাকেন আলোচনার জন্য,এগারোটা পাঁচ নাগাদ কলকাতা বিমানবন্দের উদ্দেশ্যে রওনা হন এবং 11:15 তিনি বিমানবন্দর ছেড়ে যান।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.