যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেন দৈনিক বাংলার চেতনা।
ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে ১০ জানুয়ারি ২০২৫ তারিখ ১৬৪৫ হতে ১৭৪৫ ঘটিকা পর্যন্ত একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
উক্ত টাস্কফোর্স অভিযানে মেজর মোঃ ফারজিন ফাহিম, এসি, উপ অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), জনাব মোঃ শওকত মেহেদী সেতু, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শার্শা উপজেলা এবং এসআই মোহাম্মদ আমির হোসেন, বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টাস্কফোর্সের মাধ্যমে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বাজারে রহমান চেম্বার মার্কেটের দ্বিতীয় তলায় ১৬টি মোবাইল ফোনের দোকান থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আনয়নকৃত ১৩১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। যার সিজার মূল্য ৩২,০০,০০০/-(বত্রিশ লক্ষ)টাকা।
বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন।
টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.