যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন
যশোরের বেনাপোলে জাল টাকাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২১ জুন ২০২৫) সকাল ১০টা ২০ মিনিটের দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আওতাধীন আমড়াখালি চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বাধীন বিজিবির একটি টহলদল। তারা চেকপোস্টের পাকা রাস্তার উপর সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করে ১ হাজার টাকার ৯২০টি জাল নোটসহ এক যুবককে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ খালিদ হোসেন (১৭), পিতাঃ মোঃ ইসাহাক আলী, গ্রামঃ ভবারবেড়, পোস্টঃ বেনাপোল, থানা ও পৌর এলাকা: বেনাপোল পোর্ট, উপজেলা: শার্শা, জেলা: যশোর।বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত জাল টাকার মূল্য ৯ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় আটককৃত যুবক ও জাল টাকাগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.