নিউজ ডেস্ক ঃ
খুলনা, ১০ ডিসেম্বর ২০২৪ঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুলাহ এর ৫৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১০-১২-২০২৪) শহিদগণের সৃতিস্তম্ভে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর এ কে এম জাকির হোসেন পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন। পরে শহিদদের আÍার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুুক্তি যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় খুলনা নৌ অঞ্চলের কর্মকর্তা ও নৌ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.