ময়না আক্তার স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ ডেস্ক।
অদ্য ২২ জুলাই ২০২৫, মর্মান্তিক বিমান দূর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা এবং তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে সম্মানিত বিমান বাহিনী প্রধান বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। তিনি আহত শিক্ষার্থী ছাড়াও বিমান বিধ্বস্ত ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে যেসকল সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবী সদস্যগণ আহত হয়েছেন, তাদের চিকিৎসা ব্যবস্থাপনাও পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে তিনি উল্লেখ করেন, সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরণের সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও হতাহত পরিবারের পাশে সর্বাত্মক ভাবে নিয়োজিত থাকবে। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা নিরলসভাবে উদ্ধার, চিকিৎসা সহায়তা ও পরবর্তী সমন্বয় কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। এছাড়া আহতদের দ্রুত ও মানসম্পন্ন সুচিকিৎসা নিশ্চিত করতে বিমান বাহিনী একটি জরুরি সমন্বয় সেল চালু করেছে, যা ২৪ ঘন্টা আহতদের রক্তদান করাসহ প্রয়োজনীয় অন্যান্য যেকোন ধরণের সহায়তা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ বিমান বাহিনী বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের পরিবারের এই শোকাবহ সময়ে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.