এস এম শামীম দিঘলিয়া থেকে:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার, ০৮ অক্টোবর, খুলনার দিঘলিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো এক বিশাল যুব সমাবেশ-২০২৫। 'যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার'—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে তরুণদের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে দিঘলিয়া সহ খুলনার সকল বন্ধ মিল কলকার খানা আগামীতে চালু করা হবে এর ফলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হবে অর্থনৈতিক দিন্নদশা থেকে মুক্তি পাবে।
প্রধান অতিথির বক্তব্যে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তাঁর বক্তব্যে তিনি দেশের যুব সমাজের অধিকার বঞ্চনার কথা তুলে ধরে বলেন, "আজ দেশের যুব সমাজ অধিকার বঞ্চিত, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।"
তিনি ৩১ দফাকে কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং "বাংলাদেশের গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার রোডম্যাপ" হিসেবে আখ্যা দেন এবং এই দফাগুলো বাস্তবায়নে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আজিজুল বারী হেলাল আরও গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, "বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।" তিনি অঙ্গীকার করেন, আগামীতে দিঘলিয়ায় শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দিঘলিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে। নেতৃবৃন্দের বক্তব্য ও অঙ্গীকার সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, যিনি তরুণদের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, "নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুবদল ঘরে ফিরে যাবে না।"
সমাবেশে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি'র আহ্বায়ক মো: মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক, জুলফিকার আলী জুলু,মোল্লা খায়রুল ইসলাম, এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট তসলিমা খাতুন ছন্দা, সাধারণ সম্পাদক সেতারা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ। দিঘলিয়া উপজেলা বিএনপি'র সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, ওহিদুজ্জামান রানা,এবং সমাবেশে বক্তব্য রাখেন।
দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহি স্পিকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশটি সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।
এ সময় খুলনা জেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.