সাব্বির হোসেন নিউজ ডেস্ক বাংলার চেতনা নিউজ।
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে আবারও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল রাতে যুবলীগ নেতা জসীমের নেতৃত্বে অতর্কিত হামলার শিকার হন বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মো: মামুন দর্জি (৩৫), স্থানীয় যুবদল নেতা জিহাদ ও আরিফ। হামলাকারীরা শুধু মারধরই নয়, তাদের কাছে থাকা মূল্যবান জিনিসপত্রও ছিনিয়ে নেয় এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চুরি খাত করা হয় অভিযোগ উঠেছে। এতে তারা চরমভাবে আহত হন এবং তাৎক্ষণিকভাবে গুরুতর অবস্থায় বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভর্তি করা হয়।
এদিকে এই ঘটনার প্রতিবাদে বারুইপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করে এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা জসীমের বিভিন্ন নৈরাজ্য ও খারাপ কর্মকাণ্ড নিয়ে এলাকায় বহু অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধরসহ নানা অপকর্মের অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এই ঘটনার পর পুরো এলাকায় ভীতিকর পরিবেশ বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মামুন দর্জি ও অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.