নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা বাংলার চেতনা নিউজ
কার্যকর সু-শাসন প্রতিষ্টায় তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য।’’ আন্তর্জতথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এ কথা বলেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাট এর সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মমিনুর রহমান।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র্যালি ও র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট এর সহকারি কমিশনার মো: মোত্তালেব হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব। মুখ্য আলোচক ছিলেন, সনাক সদস্য অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু। অন্যান্যদের মধ্য হতে বক্তব্য দেন, জেলা তথ্য অফিসার সাহা চন্দ্র শেখর, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ডিপিএফ সদস্য মো: কামরুজ্জামান, ডিস্ট্রিক পলিসি ফোরামের সাধারণ সম্পাদক আ: সালাম শেখ, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে যতগুলো আইন পাশ হয়েছে জনস্বার্থে তার মধ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবতা হলো, এই আইন বাস্তবায়নে বিগত সরকার তথ্য কমিশনকে কার্যকর করেনি। জুলাই অভ্যুত্থানের এক বছর পার হলেও নতুন করে কমিশন গঠনে উদ্যোগ নেওয়া হয়নি। অনতিবিলম্বে তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে স্বচ্ছপ্রক্রিয়ায় যোগ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যক্তিদের নিয়ে নতুন কমিশন গঠন জরুরী। ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ হলেও সেই থেকে এখনও গতানুগতিকভাবে চলছে। জনসচেতনতার অভাব রয়েছে। সরকারি দপ্তরের পাশাপাশি রাজনৈতিক দল ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে এই আইনের আওতাভুক্ত আনা প্রয়োজন।’
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে অনেকেই জানেননা। এই আইনের সঠিক বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরের তথ্য যাতে সাধারন মানুষ জানতে পারে তার ব্যবস্থা থাকতে হবে। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে সঠিক তথ্য জানতে হবে এবং তথ্যকে কাজে লাগাতে হবে। র্যালি ও আলেচানা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর প্রধান, সাংবাদিক, সনাক, ইয়েস, এসিজি ও ডিপিএফ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.