নিজস্ব প্রতিনিধি,বাংলার চেতনা নিউজ।
খুলনা, ২৭ আগস্ট :
ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সার্বিক সহযোগিতায় খুলনায় মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
দৈনিক প্রবাহ-এর আয়োজনে এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে খুলনা ও আশপাশের জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অ্যালায়েন্স-এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির দলিত জনগোষ্ঠীদের সুরক্ষা ও তথ্যের প্রবেশ অধিকার, এবং অনুসন্ধানী সাংবাদিকতার উপরে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এছাড়া সিডাব্লিউএফ-এর এডভোকেসি ও কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রোগ্রামটি পরিচালনা করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
এনামুল হক আহবায়ক খুলনা প্রেসক্লাব, মুহাম্মদ নুরুজ্জামান বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি, মেহেদী মাসুদ খান বার্তা সম্পাদক দৈনিক প্রবাহ, আবুল হোসেন নির্বাহী পরিচালক সিএমকেএস, সুমন আহমেদ সম্পাদক দৈনিক খুলনা টাইমস , সুমন সরদার সম্পাদক দৈনিক ফুলতলা প্রতিদিন,মোঃ মিলন চিপ রিপোর্টার দৈনিক খুলনা গেজেটসহ, খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক অনলাইন এবং বাংলাদেশ বেতারের সাংবাদিকসহ, ধ্রুব, সি ডাব্লু এফ এবং সিএমকেএস এর এডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার,,মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মন্ডল, রঞ্জন নিকোলাসসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির এবং কমিউনিটি ফোরাম এর সদস্যরা উপস্থিত ছিলেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.