বটিয়াঘাটা প্রতিনিধি।
বটিয়াঘাটা প্রতিনিধ, আমি তরিকুল ইসলাম, দৈনিক জন্মভূমি ও দৈনিক সংগ্রামের বটিয়াঘাটা প্রতিনিধ ও বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক,বাংলাদেশ জামায়ােত ইসলামী ২ নং ইউনিয়নের সভাপতি গত ০৭-১০-২৫ তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নিরপেক্ষ পত্রিকায় ৭এর কলামে আমাকে নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তাহা মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য মূলক আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এখানে লেখা হয়েছে আমি নাকি অর্থ আত্মসাৎ করেছি। বিষয়টি হলো সরকারিভাবে বরাদ্দকৃত দুই ভান টিন যা যুগ্ন আহবায়ক তরিকুল ও সোহরাব হোসেন মুন্সীর প্রচেষ্টার মাধ্যমে বরাদ্দ হয়। এই টিনের সঙ্গে ৬০০০ টাকার একটি চেক বরাদ্দ ছিল। নিয়ম অনুযায়ী সরকারী চেক ছয় মাস মেয়াদ থাকে সেই হিসাবে জুন মাসের ২৯ তারিখে ডেট দেওয়া কিন্তু আমাদেরকে চেক টি হস্তান্তর করেন ১৭/০৯/ ২৫ তারিখে এবং অফিস চেক টি আমার নামেই ইস্যু করেন।পরবর্তীতে উক্ত চেক টি প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক সোহরাব হোসেন মুন্সী চেক টি নিয়ে আহবায়কের ম্যাসেন্জারে ১৭/০৯/২৫ তারিখ বিকল ৪:২৪মিঃ ছবি তুলে পাঠান এবং তার নির্দেশ অনুযায়ী টাকাটি উত্তোলন করে তার একাউন্টেই রাখেন। কেন আমার নামে চেক টি ইস্যু হলো এটা নিয়েই মূলত বটিয়াঘাটা প্রেসক্লাবের আহবায়ক সাধারণ সম্পাদকের মনে খোব সৃষ্টি হয়। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সোহেল রানা স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেন যেটা সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যমূলক।এছাড়া আর একটি বিষয় আছে বটিয়াঘাটা প্রেস ক্লাবের পিকনিকের হিসাব কে কেন্দ্র করে জে এম আই গ্যাস কোঃ থেকে আহবায়ক নিজেই ২০০০০ বিশ হাজার টাকা গ্রহন করে অস্বীকার করন। তখন প্রেসক্লাবের সাধারণ সভায় সকলের উপস্থিতিতে গ্যাস কোম্পানির এডমিন মোস্তফা কে ফোন করে লাউড দিয়ে সকলকে শুনানো হয়। উনি বলেন আমি পিক নিক বাবদ ২০,০০০ বিশ হাজর টাকা দিয়েছি সোহেল সাহেবের কাছে। যখন আহবায়ক সোহেল রানার কাছে হিসাব শেষে ৪৩ হাজর টাকা পেতে যায় যে টাকাটা গঠনতন্ত্র অনুযায়ী সম্পাদক ও কোষাধাক্ষের যৌথ একাউন্টে রাখার কথা। এছাড়া আওয়ামী লীগের ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমনকে বহিষ্কারের বিষয় কে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি করে। তখন থেকেই আমার উপর রাগান্বিত হয়ে আমাকে হয়রানি করার জন্য নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে উক্ত চেকের বিষয়টি ইস্যু করে আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.