বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অধিদপ্তরের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের জন্য সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রির শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। প্রাণি সম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানে রোজাদারদের জন্য প্রতি ১১ পিস মুরগির ডিম ১শ টাকা ও ৫'শ গ্ৰাম দুধ ৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে। আগামী ১৫ দিন উপজেলা চত্বরে সুলভ মুল্যে এই মালামাল বিক্রি করার সিদ্ধান্ত হয়। যে কোন ব্যক্তি এই পন্য ক্রয় করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.