বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে খুলনার ২৯ নং পোল্ডারে অবস্থিত একটি দিঘি উন্মুক্ত জলাশয়ের সম্পত্তি স্হানীয় ভুমিদশ্যু কর্তৃক দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ডুমুরিয়া শাখা কতৃক ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের অধিক গ্রহনকৃত জমি দখল কারি মোবারক গাজীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নোটিশ প্রদান করেন । নোটিশটা বটিয়াঘাটা থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারোআড়িয়া পুলিশ ক্যাম্পকে অবহিত করা হয়। সূত্রে প্রকাশ,ডুমুরিয়া উপজেলার পানি উন্নয়ন বোর্ড-১ এর আওতাধীন বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে ২৯ পোল্ডারের বারোআড়িয়া মৌজার এস এ ৬৫১, ৬৬২, ৬৭৬, ৬৭৭,৬৯৭,৭৩২,৭৪৮, ৭৫৫, ৭৫৮, ৮৪১৮৬৮, ৮৭০ দাগের জমি শ্রেনী পরিবর্তন করে অবৈধভাবে দখলের চেষ্টা করছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে কাজটি বন্ধ করা হলেও মাঝেমধ্য সুযোগ বুঝে জায়গাটি দখল অব্যাহৃত রয়েছে । কাজটি পুনরায় করার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাপ দিচ্ছে দখল কারি মোবারক গাজী। সূত্রে প্রকাশ,খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বারআড়িয়া বাজার সংলগ্ন পুলিশ ক্যাম্প ও প্রাইমারি স্কুলের পেছনে পানি উন্নয়ন বোর্ড ২৯ নং পোল্ডারের জলাশয় দিঘিটি বারোআড়িয়া বাজারের ব্যবসায়ী মোবারক গাজীর অল্প কিছু সম্পত্তি রয়েছে। আর তার পাশেই রয়েছে সেই দিঘিটা। অভিযোগ উঠেছে, মোবারক গাজী তার সম্পত্তির সাথে পুরো দিঘিটা এসকেবিটার মেশিন দিয়েে মাটি ভরাট করে ভেড়িবাধের মাধ্যমে দখলের চেষ্টা করছে। অভিযুক্ত মোবারক গাজী বলেন,আমি কোন সরকারি জায়গা দখল করিনি। আমি ক্রয়কৃত সম্পত্তিতে কাজ করছি। পুলিশের এক কর্মকর্তা বলেন,আইনশৃঙ্খলা ও সরকারি সম্পত্তি রক্ষার্থে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমাদের প্রতিনিধি তুহিন বাছাড় এর সঙ্গে আলাপ কালে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মু,হাসানুজ্জামান বলেন,পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে শ্রেনী পরিবর্তন করছেন। এমন তথ্যের ভিত্তিতে দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বটিয়াঘাটা থানার ওসি, ইউএনও এবং বারোআড়িয়া পুলিশ ক্যাম্পকে লিখিত অবহিত করেছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.