মোঃ আশরাফুল ইসলাম৷ স্টাফ রিপোর্টার(দিনাজপুর) থেকে বাংলার চেতনা নিউজ।
দিনাজপুর জেলা শস্য ভান্ডার হিসেবে পরিচিত ফুলবাড়ী উপজেলার ৩ নং কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাট সহ কয়েকটি ইজারাকৃত হাটগুল সার্বিক বিষয় ও মহিলা মার্কেট বেদখল অবৈধ স্থাপনা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।
১২ জুলাই শনিবার দুপুর ১২:০০ টায় শত ব্যস্ততার মাঝেও উপজেলার ৩ নং কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাট ও পুকুরিয়া হাট পরিদর্শন করেন হাট ইজারাদার ও হাটের দোকান ব্যাবসায়ীদের সাথে নিয়ে পুরো হাট ঘুরে তাঁদের সুবিধা অসুবিধার কথা শোনেন উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী তিনি একসঙ্গে চারটি দায়িত্ব পালন করছেন- ফুলবাড়ী উপজেলা পরিষদ, পৌর প্রশাসক, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করছেন।
এ সময় হাট ইজারাদার ও ভুক্তভোগী দোকান ব্যবসায়ীরা বলেন বৃষ্টির পানি বাহিরে প্রবেশের ড্রেনগুলো সম্পুর্ন বন্ধ হয়ে যাওয়াই পানি কাঁদায় চরম অসুবিধের মধ্যে পড়তে হয় ক্রেতা বিক্রেতাদের,তাঁরা আরও বলেন ফুলবাড়ী উপজেলার মধ্যে ধান ক্রয় বিক্রয়ের সবচেয়ে বড় হাট আটপুকুর হাট অথচ বিগত সরকারের আমলেও কোন সংস্কার হয়নি এ হাটের।
হাটটির প্রধান সড়কে হাঁটু জলের কারণে দুর্ভিক্ষ পোহাতে হয় হাটে আসা দূর পাল্লার ভ্যান ও অটো যাত্রীদের এবং ছোট খাটো ব্যবসায়ীরা সড়কের দু পাশ দখল করে হাটের পরিবেশের বিঘ্ন ঘটাচ্ছে তাঁদের আলাদা করে পজিশন সহ হাটের সার্বিক দিকগুলো উপজেলা নির্বাহী অফিসারের কাছে তুলে ধরেন হাট ইজারাদার ও ব্যবসায়ীরা।
এ সময় উপস্থিত ছিলেন ৩ নং কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া,হাট ইজারাদার সহ হাটের দোকান ব্যবসায়ীরা।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী,হাট ইজারাদার ও কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কে হাটের সার্বিক দিকগুলো বিবেচনা করে পরিচালনা করার দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুত হাটের ড্রেন সংস্কারের আশ্বাস দেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.