মোঃ আশরাফুল ইসলাম
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়িতে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান মাদক সেবন ও কারবারে ৮ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন
গত ১৩ নভেম্বর( সোমবার) দিনব্যাপী অভিযানে আটককৃতদের ভ্রাম্যমান আদালত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশের অভিযান টিম মাদক সেবনের দায়ে আটজনকে গ্রেফতার করার পরে আটককৃত আসামীদের মোবাইল কোর্ট পরিচালনা করেন ।
থানা সূত্রে জানা যায় গতকাল আটককৃত মাদক সেবন ও কারবারিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন যার মামলা নং- ৩৭/২৪, তারিখ- ১৩/১১/২০২৪ এর ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড অভিযুক্ত আসামি
১। মোঃ আব্দুল জলিল (৬৮), পিতা- মৃত হাফিজ মিয়া, সাং- দাদপুর (বুড়াবন্দর), ৭নং শিবনগর ইউপি, মোবাইল কোর্ট মামলা নং- ৩৮/২৪, তারিখ- ১৩/১১/২০২৪ এর ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড অভিযুক্ত
২। মোঃ দুলাল হোসেন (২৮), পিতা- মৃত মোতাহার, সাং- উত্তর সুজাপুর, ফুলবাড়ী পৌরসভা, মোবাইল কোর্ট মামলা নং- ৩৯/২৪, এর ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড অভিযুক্ত আসামি
৩। মোঃ সামসুল আলম (৩৮), পিতা- মোঃ আব্দুর রহমান, সাং- বারাইহাট, ২নং আলাদীপুর ইউপি, মোবাইল কোর্ট মামলা নং- ৪০/২৪, তারিখ-১৩/১১/২৪ এর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড অভিযুক্ত আসামি
৪। মোঃ আমিন আলী (৫০), পিতা- মৃত সাহাবুদ্দিন, সাং- দক্ষিন বাসুদেবপুর, ৭নং শিবনগর ইউপি, মোবাইল কোর্ট মামলা নং- ৪১/২৪, তারিখ- ১৩/১১/২০২৪ এর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড অভিযুক্ত আসামি
৫। মোঃ মেহেফুজুল ইসলাম (২৩), পিতা- মমতাজ আলী, সাং- দাদপুর, ৭নং শিবনগর ইউপি, মোবাইল কোর্ট মামলা নং- ৪২/২৪, তাং ১৩/১১/২০২৪ এর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড অভিযুক্ত আসামি
৬। মোঃ রিমন মোল্লা (২০), পিতা- মোঃ গোলজার মোল্লা, সাং- কানাহার (ডাঙ্গা), ফুলবাড়ী পৌরসভা, সর্ব থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুরগনকে সাজা প্রদান করেন এবং ফুলবাড়ী থানার জিডি নাম্বার-৬২৬, তাং ১২ নভেম্বর, ২০২৪; নন এফআইআর নং-১২৫, তারিখ- ১২ নভেম্বর, ২০২৪ ধারা- ৩৪(৬) পুলিশ আইন, ১৮৬১; এর অভিযুক্ত আসামি
৭। মোঃ রনি ইসলাম (২১), পিতা- মৃত ফারুক, সাং- খয়েরবাড়ী, ফুলবাড়ী থানার জিডি নাম্বার-৬২৭, তাং ১২ নভেম্বর, ২০২৪; নন এফআইআর নং-১২৬, তারিখ- ১২ নভেম্বর, ২০২৪ ধারা- ৩৪(৬) পুলিশ আইন, ১৮৬১; এর অভিযুক্ত আসামি
৮। মোঃ নাহিদ (১৯), পিতা- মোঃ জাহিদুল, সাং- গঙ্গাপ্রসাদ, ৭নং শিবনগর ইউপি, সর্ব থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুরদ্বয়কে বিচারের নিমিত্তে আসামী স্কর্টটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।