মো আশরাফুল ইসলাম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ বাংলার চেতনা নিউজ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷
প্রতিবছরের মতো ২৬ আগস্ট ফুলবাড়ীর ট্রাজেডি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীবাসী ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আয়োজনে পালিত হয়ে আসছে ফুলবাড়ী ট্রাজেডি দিবস। তারেই ধারাবাহিকতায় ২৬ আগস্ট মঙ্গলবার ২০২৫ নানা কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে ফুলবাড়ী ট্রাজেডির ১৯ বছর।দিবসের শুরুতেই সকাল ৯টায় ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবি সংগঠনের ব্যানারে ফুলবাড়ী খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে একটি শোক র্যালি বের হয়। র্যালী শেষে আসাদ স্মৃতি স্তম্ভে পুস্পার্পক অর্পন করেন তিনি। পরে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির ব্যানারে একটি শোক র্যালি বের হয়। র্যালি শেষে তারাও শহীদ বেদিতে পুস্পার্পক অর্পন করেন। সকাল ১০টায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষ জাতীয় কমিটির আয়োজেন একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি ফুলবাড়ী শহর প্রদক্ষিন শেষে আসাদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন। এসময় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব প্রফেসর আনু মোহাম্মদ, জাতীয় নেতা টিপু বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব প্রফেসর আনু মোহাম্মদ।
তিনি তার বক্তব্যে বলেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি, পারমানবিক চুক্তি শেখ হাসিনা করেছিলো এই সরকার সেটিও অব্যহত রাখছে। শেখ হাসিনার সরকার যে বিদেশি কোম্পানীকে চট্রগ্রাম বন্দর দেওয়া কাজ শুরু করেছিলো সেই বিদেশি কোম্পানী গুলোকেই এই সরকার টেন্ডার ছাড়া, জনগনের সম্মতি ছাড়া, জনগনের প্রতিবাদ শর্তেও শেখ হাসিনার কোম্পানী গুলোতেই এই সরকার চট্রগ্রাম বন্দর তুলে দিচ্ছে।
এসময় সম্মিলিত নাগরিক সমাজ, সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন বাম মোর্চাসহ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.