মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা
দিনাজপুরের ফুলবাড়ীতে এবছর ৬১টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, আনসার, র্যাব, সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা পরিস্থিতি পর্যেবক্ষণে পৌর এলাকার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন র্যাব-১৩ একটি দল।
আজ মঙ্গলবার মহাঅষ্টমী রাতে র্যাব-১৩ এর উপ-সহকারী পরিচালক আব্দুর রহমান এর নেতৃত্বে র্যাবের একটি দল বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। রাত সাড়ে ৮টায় পৌর এলাকার শীতলা মন্দির, কেন্দ্রীয় কালী মন্দির পূজা মন্ডপ, রায়পাড়া তরুণ সংঘ দুর্গাপূজা মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপণ পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদের উপজলো শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।র্যাব-১৩ এর উপ-সহকারী পরচিালক আব্দুর রহমান বলেন, ফুলবাড়ী ও পার্বতীপুর এই দুই উপজেলায় আমরা দায়িত্ব পালন করছি। ফুলবাড়ী একটি শান্তি প্রিয় এলাকা। অতীতেও এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, এবারও ঘটবেনা। সকলের সহযোগিতায় আমরা আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছি।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.