মোঃ আশরাফুল ইসলাম , স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমাবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসানুল বান্নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “যার বাংলা ভাবান্তর, ন্যায়্য ও সন্তাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরুষ্কার তুলে দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মানিক মন্ডল, খয়েরবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম, মৎস কর্মকর্তা রাশেদা আক্তার।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের ক্যাটাগরি অনুযায়ী ভালো কাজ করার জন্য ০৬ জনকে পুরুষ্কার তুলে দেন। এ সময় ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী মাঠ পর্যায়ের উপ সহকারী, পরিদর্শিকা, পরিদর্শক সহ সকলে উপস্থিত ছিলেন। এছাড়ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সঞ্চালনায় ছিলেন, মোঃ আতিকুর রহমান পরিবার পরিকল্পনা পরিদর্শক।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.