মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,বাংলার চেতনা নিউজ দিনাজপুর।
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৫২ তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৪ টায় সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসাহাক আলী।
প্রথমেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুর হাসান, ফুলবাড়ি উপজেলা প্রধান সমন্বয়কারী (এনসিপি) মোঃ ইমরান চৌধুরী নিশাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মহিবুল ইসলাম এবং সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।
বিভিন্ন খেলায় যেমন ফুটবল, হাডুডু ও কাবাডিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক। এ সময় অনুষ্ঠানে এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, “খেলাধুলা কেবল শরীরচর্চার মাধ্যম নয়, বরং এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও প্রফুল্লতার অন্যতম উপাদান। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা উৎসাহ ও আত্মবিশ্বাস অর্জন করে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.