স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে মারধর শিশু সহ ৪ জন আহত হয়েছে।
গত ২৮ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার রাঙামাটি গীরিধরপুর বোল্লাকালি মন্দিরের সামনে স্থানীয় এক শালিসে প্রতিবেশী হয়ে শুনতে গেলে কথার মাঝে বাকবিতর্কতার এক পর্যায়ে মারধরে শিকার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সহ অন্তত ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায় ফুলবাড়ী উপজেলার রাঙামাটি গীরিধরপুরের বোল্লাকালি মন্দিরের সামনে স্থানীয় একটি শালিস হয় শালিসে প্রতিবেশী হয়ে শুনতে গেলে কথা বলায় এক পর্যায়ে বাকবির্কতার সৃষ্টি হলে শ্রী রতন রায় (৩৫)নামে এক যুবক ক্ষিপ্ত হয়ে মোছাঃ পারভীন নামে এক গৃহবধুর গায়ে হাত দিয়ে স্বজোরে ধাক্কা দিলে ঐ গৃহবধু মাটিতে পড়ে কিল ঘুষি লাথি মারতে থাকে এ সময় ঐ গৃহবধূর অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছেলে মোঃ পারভেজ (১৪) আগাতে গেলে তাঁকেও রতন সহ বেশ কয়েকজন এলোপাথাড়ি মারডাং করে গুরুতর জখম করে ,খবর পেয়ে ভুক্তভোগী ঐ গৃহবধূর স্বামীও বোন ঘটনাস্থলে পৌঁছে গেলে তাদেরকেও মারডাং করে জখম করে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় , তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।
এ বিষয়ে ফুলবাড়ী থানায় ৫ জন সহ অজ্ঞাত ২০-২৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.