মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে নেশার টাকা না পেয়ে মেহেদী হাসান (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ ২২মার্চ (শনিবার) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর কলেজ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত যুবক ওই এলাকার মনোয়ার হোসেন এর ছেলে । তিনি পেশায় একজন ট্রলি চালক ছিল। সে দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত অবস্থায় ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একএম খন্দকার মুহিব্বুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর কলেজ পাড়া গ্রামের মেহেদী হাসান তার বাবা মায়ের কাছে নেশার টাকা চায়। টাকা না পাওয়ার কারণে অভিমানে নিজ বসতবাড়ির টিনের ছাপরা ঘরের বাঁশের পাড়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত অবস্থায় ছিল । বাবা মার কাছে নেশার টাকা চাইতে গেলে টাকা না পাওয়ার কারণে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে জানা যায় । এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.