মো. আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) থেকে; বাংলার চেতনা নিউজ।
‘অভয়াষশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
এ উপলক্ষ্য সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো.ইসাহাক আলী। পরে উপজেলা পরিষদ অডিটরিয়মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো' নুরু ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা রীতা রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, এনসিপি'র ফুলবাড়ী উপজেলার প্রতিনিধি, ২৪ এর অন্যতম যোদ্ধা ইমরান চৌধুরী নিশাদ, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মওলানা নবিউল ইসলাম। পৌর যুবদলের সদস্য সচীব মানিক মন্ডলসহ উপজেলার মৎস্য চাষীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। সভা শেষে জেলায় মাছ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.