মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী (দিনাজপুর) দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১০ লিটার চোলাইমদ, ৩ বোতল অফিসার চয়েজ ও এক পোটলা গাজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
(৩ নভেম্বর) রোববার রাতে এসআই আজাদ ও ফরিদ এর নেতৃত্বে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরিমোড় (আদিবাসিপাড়া) থেকে এই মাদকসহ আসামীদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন পুকুরি আদিবাসীপাড়ার বাসিন্দা রবিন হাসদার স্ত্রী মিনতি মার্ডি (৫২),আলাদিপুর ইউনিয়নের লালপাড়া গ্রামের মৃত মন্ড মুর্মুর ছেলে মুকুল মুর্মূ(২৭), বলিভদ্রপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে ফয়সাল হোসেন (৪৬), রাঙ্গামাটি বলিহরপুর গ্রামের মৃত অক্ষয় রায়ের ছেলে আকালু রায় (৪৮),কাজিহাল ইউনিয়নের দক্ষিন ভেড়ম গ্রামের রুহুল আমিন বাচ্চুর ছেলে ইউনুস আলী (২৫)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দিবাগত রাতে বিপুল পরিমানে মাদক জব্দ ও তার সাথে জড়িত মাদক কারবারি ৫জন আসামিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে, আমামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.