মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী, দিনাজপুর স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে ও মুত্তাকী কল্যাণ সংস্থার আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।২ জুলাই (শনিবার) সকাল ১০টায় কাজিহাল ইউনিয়নের মুরারিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চোখে ছানি পরা রোগীদের চশমা প্রদান করা হয়েছে।
এ সময় মুক্তাকী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কাজীহাল ইউপি প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, বিশেষ অতিথি ইউপি সদস্য মো.আবুল কাশেম মন্ডল, মুরারিপুর বাগে মাহমুদ মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাহবুব রহমান, মুরারিপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ, ইউপি সদস্য মো. খাজানুল ইসলাম, মহিলা ইউপি সদস্য মোছাঃ আনজুয়ারা, ইউপি সদস্য আমিনুল ইসলাম, ইউপি সদস্য গোলাম মোস্তফা, মুক্তাকি কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসক ও সেবা নিতে আসা রোগীদের সাথেও কথা বলেন ৩ নং কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া।
তিনি চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ যাদের চোখের সমস্যা আছে চশমা নিতে বলেন এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগীতায় ফ্রি ছানি অপারেশন করার পরামর্শ প্রদান করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.