মোঃ আশরাফুল ইসলাম
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সাবেক এমপি মরহুম এডভোকেট মোস্তাফিজুর রহমানের ভাই সহ ৪ জনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ,
৫ই ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়,
হামলায় জড়িত সন্দেহে আটককৃতরা হলেন দিনাজপুর ৫ আসনের সাবেক এমপি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই ফুলবাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খাঁজা মঈনুদ্দীন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম,ফুলবাড়ী সরকারী কলেজ শাঁখা ছাত্রলীগের সাবেক সভাপতি দিলশ্বাদ হোসেন রাসেল,ও দৌলতপুর ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম সরকার।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)একেএম খন্দকার মহীব্বুল বলেন গত ৪ই ফেব্রুয়ারী মঙ্গলবার ফুলবাড়ীতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সাবেক এমপির ভাই সহ ৪জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এই ঘটনায় ফুলবাড়ী উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ থানায় এসেছে মামলার প্রস্তুতি চলছে মামলার পর জেল হাজতে প্রেরণ করা হবে।
এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচীর মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনায় ৫ই ফেব্রুয়ারী বুধবার ফুলবাড়ী উপজেলা যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে, বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে ফিরে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল,জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী,ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক সহ বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.