মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।।
দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের কথিত 'অবৈধ নিয়োগ একচেটিয়া দখলদারিত্ব বাতিলের দাবিতে দিনাজপুরের ফুলবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৬ অক্টোবর (সোমবার) সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত এক ঘন্টাব্যাপী ফুলবাড়ী ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিশোধ ব্যানারে।
বক্তারা ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে অবৈধ নিয়োগ দিয়েছে। এই অবৈধ নিয়োগ গুলো অবিলম্বে বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান। বক্তার অভিযোগ করেন এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ২০১৭ সাল থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন পদে অবৈধ নিয়োগ দিয়েছেন। এতে বিভিন্ন জেলার প্রার্থীদের বঞ্চিত করে একটি নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। নিয়োগ প্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন তারা পেশাদার সেবাদিতে অক্ষম। বক্তার অবিলম্বে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধ নিয়োগ বাতিল করে সারাদেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ করার জোর দাবি জানান। বক্তারা হুশিয়ার দেন, কথিত ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের এবং তার নিয়োগ দেওয়া অযোগ্য কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করা না হলে গ্রাহকেরা ধীরে ধীরে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিবে।
এ বিষয়ে ফুলবাড়ী শাখা ইসলামী ব্যাংক ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন এর কাছ থেকে জানতে চাইলে তিনি মানববন্ধনের বিষয়ে কোনো কিছু জানেন না বা কিছু বলতে রাজি নন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.