দিনাজপুরের ফুলবাড়িতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে আইন-শৃঙ্খলা, নাশকতা প্রতিরোধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ১নং এলুয়াড়ী ইউ পি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল, মো. জুলফিকার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, আনসার ভিডিপি 'র কর্মকর্তা রিতা রায়, মৎস্য বিষয়ক কর্মকর্তা রাশেদা আক্তার, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো.আতিকুর রহমান, খয়েরবাড়ি ইউপি 'র প্যানেল চেয়ারম্যান মো.শামীম হোসেন, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বলেন মাদকদ্রব্য , নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে। এছাড়াও বাজার মনিটরিং সহ উপজেলায় নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে । আশা করি অতি দ্রুত সময় সবকিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.