মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।
দিনাজপুরের ফুলবাড়িতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার একজন আজ ১১ মে রবিবার দুপুর ১২ টায় পুলিশ সুপার দিনাজপুর এর নির্দেশনায় এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মহিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই বুলু মিয়া, এএসআই কমলাকান্ত সঙ্গীয় ফোর্স সহ আজ দুপুর অনুমান ১২টায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ি থানার লক্ষ্মীপুর শিব মন্দির এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি মোঃ মাসুদ রানা (৩৮) কে গ্রেফতার করেছে। মাদক কারবারি মোঃ মাসুদ রানা ফুলবাড়ী থানার সীমান্তবর্তী কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের মোঃ রজব আলী ছেলে। সীমান্তবর্তী এলাকায় বাড়ি হওয়ায় সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ভারত থেকে চোরাচালান করে বাংলাদেশে নিয়ে এসে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে বলে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে ফুলবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ফুলবাড়ী থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ এ কে এম খন্দকার মুহিবুল ইসলাম বলেন বিগত সময়ের চাইতেও বর্তমানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.