মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।।
দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি ২৯ বিজিবি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে পালিত হয়।
২৯ বিজিবি’র সদর দপ্তরে সীমান্ত রক্ষা, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা কর্তব্যপালন এবং অপারেশনাল ও প্রশাসনিক কর্মকান্ডের শত ব্যস্ততার মাঝেও অন্যান্য বছরের ন্যায় । গতকাল ৫ অক্টোবর রবিবার দুপুর ১ টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখর
পরিবেশে পালিত হয়েছে।
উক্ত প্রীতিভোজ ও মতবিনিময় সভায় ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান (এসজিপি) ।
অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে ০২টি পর্বে সাজানো হয়। ১ম পর্ব গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল বিওপি/ক্যাম্পের মসজিদে ফজরের নামাজের পর মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় এবং ২য় পর্ব গতকাল রবিবার ০৫ অক্টোবর ২০২৫ তারিখ সকাল সাড়ে ০৯টায় অধিনায়কের বিশেষ দরবার, যোহরের নামাজের পর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা এবং প্রীতিভোজ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মহিবুল ইসলাম, প্রাণ গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান সহ ২৯ব্যাটেলিয়ানের
অন্যান্য অফিসারবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল জুনিয়র কর্মকর্তা, অন্যান্য সৈনিক সদস্যগণ , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.