রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ
আজ ২৫ শে জানুয়ারী শনিবার, ২০ শে নভেম্বর ২০২৩ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার জিঁয়াদা এলাকায় সমীর পড়িয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ী দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন, এই ঘটনায় জড়িত গোরা সা নামে এক মূল পান্ডাকে হেঁড়িয়া থেকে গ্রেফতার করে কোলাঘাট থানার পুলিশ,দীর্ঘ এক বছর ধরে লুকিয়ে বেড়াচ্ছিল এই অভিযুক্ত।
এর আগে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ, আজ তাদের মধ্যে মুল পান্ডাকে গ্রেফতার করে তাকে আজ তমলুক জেলা আদালতে তোলা হয়।
গত ২০২৩ সালে ২০শে নভেম্বর পাঁশকুড়া জিঁয়াদা এলাকায় তার নিজস্ব সোনার দোকান থেকে রাতে কোলাঘাটে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়েছিল সেই ব্যবসায়ী, তাহার কাছ থেকে টাকা সোনা ছিনতাই করার চেষ্টা করলে বাধা দেয় ব্যবসায়ী, তৎক্ষণার দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করলে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়, তখনই দুষ্কৃতীরা তার কাছে থাকা বেশ কিছু সোনা এবং টাকা নিয়ে চম্পট দিয়েছিল।
সমীর পড়িয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হলে , প্রথমে দুইজনকে গ্রেফতার করা হলেও একজন দীর্ঘদিন ফেরার থাকে, সেই মূল পান্ডাকে হেঁড়িয়া থেকে কোলাঘাট থানার পুলিশ গ্রেফতার করে এমনকি প্রায় কুড়িগ্রাম পরিমান সোনা উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশ। তাকে আজকে তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয় এবং তোলা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.