মোঃ মামুন মোল্লা খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনা খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মীরেরডাঙ্গা পূবালী ব্যাংক পিএলসি শাখার ম্যানেজার আনন্দ মোহন সাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ সেখ।
পূর্বালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার প্রতিমা মুখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার শেখ আবু শামীম। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি জুনিয়ার অফিসার জাহিদুল ইসলাম, ইয়াসিন আরা আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিএম শাহিনুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে মীরেরডাঙ্গা পূর্বালী ব্যাংক পিএলসি শাখার ম্যানেজার আনন্দ মোহন সাহা বলেন, পূবালী ব্যাংক শুরু থেকেই বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা রাখছে। আধুনিক এই যুগে অন্যান্য গ্রাহকদের পাশাপাশি দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমাদের ডিজিটাল সেবার আওতায় আনার লক্ষে একযোগে কাজ করে যাচ্ছে পূবালী ব্যাংক। তারই ধারাবাহিকতায় এই ব্যাংকিং ক্যাম্পেইনের আয়োজন করা। তিনি বলেন আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া এবং বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ব্যাংকিং সুবিধা তুলে ধরার জন্য শিক্ষার্থীদের মাঝে আমাদের এ কার্যক্রম। এছাড়াও শিক্ষার্থীরা পূবালী ব্যাংক পিএলসির মাধ্যমে কিভাবে ডিপোজিট ও স্কুল ব্যাংকিং করবেন, জীবনে চলার পথে ডিপোজিট ও স্কুল ব্যাংকিং কি কি উপকারে আসবে এবং জীবনে চলার পথ কতটা সহজ হয়ে যাবে এসব বিষয়ে আলোচনা করা হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.