নিজস্ব প্রতিবেধকঃ বাংলার চেতনা নিউজ।
খুলনার ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক খাদ্য পরিদর্শককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে পাঁচ ব্যক্তি সুশান্তকে মারপিট করতে করতে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। রাত বারোটা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপহৃত সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪নং ঘাট ইনচার্জ হিসাবে কর্মরত আছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘সন্ধ্যা সাতটার দিকে রেজা ও বাবু মন্ডল নামের দুই ব্যক্তি আরও তিনজনকে সাথে নিয়ে আমার স্বামীর হাতে হ্যান্ডকাপ পরিয়ে মারতে মারতে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। এসময় তারা নিজেদের পুলিশের লোক পরিচয় দেয়। এ ঘটনার পর থেকে আমার স্বামীর মোবাইল নম্বর বন্ধ রয়েছে।’
এদিকে থানার অভিযোগ দেয়ার পর মাধবী রানীর মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, ওই ব্যক্তিরা পুলিশের লোক নয়। অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
এদিকে সুশান্তকে অপহরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সবাই দ্রুত অপহৃতকে উদ্ধারের দাবি জানিয়েছেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.