নিজস্ব প্রতিবেদক
খুলনা পাইকগাছার ৪ নং দেলুটি ইউনিয়নের সৈয়দখালীতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতা জেরে ২৮ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টা৩৫ মিনিটের দিকে মোঃ আব্দুল মজিদ সানা ও তার স্ত্রী হাসিনা বেগম দম্পতির উপর মৃত মোঃ রাজ্জাক মোল্লার পুত্র মোঃ আলম মোল্লার নেতৃত্বে অতর্কিত সন্ত্রাসী হামলা সহ ঘরবাড়ি ভাংচুর ও জীবন নাশের হুমকি অভিযোগ উঠেছে। এসময় তার সহযোগী হিসাবে সাথে ছিলো মোঃ পীর আলী শেখের পুত্র মোঃ রাসেল শেখ, মোঃ পীর আলী শেখের স্ত্রী ছায়রা বেগম।
মোঃ আব্দুল মজিদ সানার পুত্র মোঃ মনিরুল ইসলাম সানা জানান, আমি হামলার খবর পেয়ে জাতীয় পুলিশ সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টা জানাই, স্থানীয় বিগরদানা ক্যাম্পের পুলিশের সহায়তায় আমার বাবা মা উদ্ধার হয়। পরবর্তীতে তাদের গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, এই সন্ত্রাসীরা এর আগে ২০২২ সালে অনেকবার এমন ঘটনা ঘটিয়েছে যার কারণে থানায় সাধারণ ডায়েরি করি, যার - জিডি নাম্বার-১৪০৭, পরে স্থানীয় ভাবে বসাবসির মাধ্যমে মীমাংসা হয়। আমার ক্রয়কৃত জমির উপর তাদের শকুনের মত নজর পড়েছে যার কারনে, বারবার আমার পরিবারের উপর এমন আতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষে এবিষয় নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.