রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ
আজ ১২ই ফেব্রুয়ারী বুধবার, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের বাকুলদা গ্রামে কৃষি দপ্তরের আতমা প্রকল্পের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ শুরু হলো।
একদিবসীয় এই কৃষি প্রশিক্ষণে অংশ নেয় এলাকার একাধিক কৃষক বন্ধু। এই কৃষি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লকের সহ কৃষি অধিকর্তা ডঃ প্রীতম জানা, পাঁশকুড়া ব্লকের আতমার চেয়ারম্যান সুজিত রায়, সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু তমলুক মহাকুমার অভিজিৎ মন্ডল সহ বিশিষ্টজনেরা।
এদিন কৃষকদের মূলত উন্নত ফুল, ফল, সবজি চাষ নিয়ে আলোচনা করা হয়, কৃষিতে অত্যাধিক রাসায়নিক ব্যবহার না করে, জৈব পদ্ধতিতে চাষ বাস করার পরামর্শ দেওয়া হয় পাঁশকুড়ার প্রসিদ্ধ ফুলের ওপর । যাতে করে দেশ ছাড়িয়ে বিদেশে গণ্ডি অতিক্রম করতে পারে সে বিষয়েও আলোচনা করেন কৃষি দপ্তরের অধিকত্তারা।এলাকার বহু কৃষক এই প্রশিক্ষণে যোগ দেন, শুধু তাই নয় পিসি অধিকার তারা বিভিন্ন ফুলের মাঠ পরিদর্শন করেন , এবং কিভাবে আরো উন্নত করা যায় জৈব পদ্ধতিতে পুঙ্খানুপুঙ্খভাবে কৃষকদের বোঝাতে থাকেন, জৈব সারের মাধ্যমে বিভিন্ন কালার শাকসবজির উৎপন্ন হচ্ছে বলে জানান। এই দিক দিয়ে ফুল কেউ জৈব সারের মধ্যে দিয়ে আরও বড় করে তুলতে হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.