মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল ও নগদ অর্থসহ মোঃ রাইকুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার সময় পলাশবাড়ী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে তল্লাশি চালানো হয়। হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো ব-১২-১২২১৬৫) একটি বাসে তল্লাশির সময় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় রাইকুলকে। পরে তার লাগেজ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ রাইকুল ইসলাম , রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার গ্রামের আবুল হোসেনের ছেলে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। গ্রেফতার রাইকুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.