মোঃ আশরাফুল ইসলাম৷ স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা ২ নং আলাদিপুর ইউনিয়নের অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ ব্যক্তি/ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল আযাহা/২০২৫ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে বরাদ্দপ্রাপ্ত ভিজিএফ এর চাল ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ও কাজিহাল ইউনিয়নে বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আলাদীপুর ইউনিয়ন পরিষদে আলাদীপুর ইউপি পরিষদের চেয়ারম্যান নাজমুস সাকির বাবলু ৯টি ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন। এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৪১৫৫ জন হত দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়। তিনি বলেন, সরকারি অনুদান হত দরিদ্রদের মাঝে সুষ্ঠ ভাবে বিতরণ করতে পেরেছি।
অপর দিকে একই দিনে কাজিহাল ইউনিয়ন পরিষদেও ৯টি ওয়ার্ডে ৪৬০০ হত দরিদ্র কার্ডধারী মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন কাজিহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া। ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বিতরণ পরিদর্শনে ছিলেন ফুলবাড়ী উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
ফুলবাড়ী উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, ঈদুল আযাহা উপলক্ষে দুইটি ইউনিয়নের হত দরিদ্র কার্ডধারী ব্যক্তিদের মাঝে এ চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে। এ সময় দুইটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সদস্যাগণ সহ প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বাস্তবায়নে ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.