চট্রগ্রাম ঘুরে এস.এম.শামীম
চট্টগ্রাম, ১১ অক্টোবর ২০২৫: ইং
দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল মৌলভিপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেক এর বাড়িতে অভিযান পরিচালনা করেন এসময় মাটির নিচে পুতে রাখা বিপুল পরিমাণ আগ্নেয়স্ত গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
অভিযান চলাকালে নৌবাহিনীর সদস্যরা উক্ত কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেক এর বাড়িতে
বাড়ি তল্লাশি করে
অভিনব কায়দায় মাটির নিচে লুকানো অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের আস্তানায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ড দমনে নৌবাহিনী দৃঢ়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.