এস.এম.শামীম, খুলনা জেলা প্রতিনিধি।
খুলনা, ১০ অক্টোবর ২০২৫:
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, বন্যপ্রাণী সংরক্ষণ ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে খুলনা জেলার কয়রা উপজেলায় পরিচালিত এক বিশেষ অভিযানে হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক হয়েছে।
গত বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ২৩৫০ ঘটিকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি টহল দল কয়রা উপজেলার ৫ ও ৬ নং লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্থানীয় বাসিন্দা মোঃ সেলিম হাওলাদার-এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪ (চুয়াল্লিশ) কেজি হরিণের মাংস তার ফ্রিজ থেকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত হরিণের মাংসসহ আসামিকে কয়রা থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে কয়রা থানা পুলিশের সদস্যরাও নৌবাহিনীর সঙ্গে অংশগ্রহণ করেন।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হরিণ শিকার ও মাংস বিক্রি বা সংরক্ষণ করা একটি দণ্ডনীয় অপরাধ। নৌবাহিনীর নিয়মিত অভিযান এ ধরনের অপরাধ দমন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.