মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের নবাবগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত।জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গত শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২ টায় থানা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন।নবাবগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য মোঃ আতিকুর রহমান রাজা ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম ও উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোঃ সেলিম রেজা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ আরো অনেকে।এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।
প্রধান অতিথি দিনাজপুর জেলা পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন তার বক্তব্য বলেন, নবাবগঞ্জ থানা কে দালালমুক্ত ও তদবির বানিজ্য মুক্ত ঘোষণা করা হলো দেশ পরিবর্তন হয়েছে। পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। আপনারা সহযোগিতা চাইবেন,আমরা আপনাদের পাশে থাকবো। নবাবগঞ্জ উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে সকলের সহযোগিতা চাই। তিনি আরও বলেন, নবাবগঞ্জ থানাকে মডেল থানা তৈরির প্রচেষ্টায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।।