হাবিবুর রহমান বিশেষ প্রতিনিধি
সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নড়াইল জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেছে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, নড়াইল জেলা কমিটি।
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দল নড়াইল জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি), এলএলবি সভাপতি মোঃ তরিকুজ্জামান, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ নবাগতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা কোঅর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান, নড়াইল জেলা উপদেষ্টা পরিষদের মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ জালাল উদ্দিন, মোঃ আব্দুল রব ফকির, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, নড়াইল জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল বারি, সহ-সভাপতি সেনা অবসরপ্রাপ্ত মাজহারুল ইসলাম
সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি মুছাঃ পারভিন সুলতানা, যশোর বাঘারপাড়া উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ জশিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, নড়াইল সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ আজিজুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আলোম চানমিয়া
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিক্রিয়া:
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা সম্মাননা গ্রহণ করলেও নবনিযুক্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্মাননা নিতে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, প্রথমে ভালোভাবে দায়িত্ব পালন করে নিতে চান, এরপর ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করবেন।
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য নির্ধারিত সম্মাননা স্মারক সংস্থার নিকট সংরক্ষিত রয়েছে।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের গুরুত্ব:
এই সম্মাননা প্রদান কার্যক্রমের মাধ্যমে মানবাধিকার সংস্থা ও প্রশাসনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নড়াইল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও কার্যকরী মানবাধিকার কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আগামী দিনগুলোতে মানবাধিকার রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের অন্যান্য অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.