বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
ধানে পানি মিশিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে। সূত্র প্রকাশ,বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুন্দরমহল এলাকার ওয়াহিদুজ্জামান গাজীর পুত্র মো: ইউসুফ গাজী ধানে পানি মিশিয়ে প্রায় ৭০ মন ধান বিক্রি করেছে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর এলাকার ধান ব্যবসায়ী রাজুর নিকট। এলাকাবাসীর অভিযোগ, ইউসুফ গাজীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে। এতোপূর্বে ইউসুফ পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার সুজন নামের এক মাছ ব্যবসায়ীর নিকট থেকে মাছ কিনে পরে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় সুন্দরমহল এলাকার আলামিনের নিকট থেকে তরমুজ বিক্রি অগ্রিম টাকা নিয়ে নয়ছয় করা ও অন্যত্র তরমুজ বিক্রির অপরাধে এলাকাবাসী ১০ হাজার টাকা জরিমান করেন ইউসুফ গাজীকে । ভুক্তভোগীরা অবিলম্বে ইউসুফ গাজীর বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থার জোর দাবি জানান আইনশৃঙ্খলা বাহিনীর নিকট।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.