নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় সংকট সমাধানের জন্য অবিলম্বে ঐক্যমত্যের সরকার গঠন করা উচিত: রূপসী বাংলা টেলিভিশনের এমডি এবং বিশ্লেষক আনোয়ার হোসেন
রূপসী বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং পুনরাবৃত্ত বিষয় বিশ্লেষক মোঃ আনোয়ার হোসেন বলেছেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে সকল জাতীয় সংকট মোকাবেলার জন্য অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা এখন উচিত ।তিনি আরো মনে করেন, সকল শ্রেণী ও পেশার বুদ্ধিজীবীদের নিয়ে জরুরি ভিত্তিতে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা উচিত। এই বিশ্লেষক মনে করেন, যদি সরকারে সকল ক্ষেত্রের বুদ্ধিজীবীদের অংশগ্রহণ থাকে, তাহলে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব এবং সরকার ব্যবস্থায় নিরঙ্কুশতা বা দুর্নীতির প্রবেশ রোধ করা ও সম্ভব, যেমনটি আমরা আগে দেখেছি। তিনি বলেন, ঐক্যমত্যপূর্ণ সরকারের কার্যভার তৃণমূল স্তর পর্যন্ত বিস্তৃত করা উচিত যাতে কোনও একক সংস্থা বা গোষ্ঠী কেবল তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য কোনও সিদ্ধান্ত না নেয়। এখন দেশ অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। কিন্তু এই সংকট কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত নোবেল পুরষ্কারপ্রাপ্ত ডঃ মুহাম্মদ ইউনূসই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক এবং সক্ষম ব্যক্তি, যদি সর্বসম্মত সরকার তার পাশে দাঁড়ায়। মো: আনোয়ার হোসেন বলেন, ঐকমত্যের সরকারে সেনাবাহিনী, রাজনৈতিক দল, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, অর্থনীতিবিদ ইত্যাদির লোকজন থাকবে।
বাংলাদেশে যেকোনো রাজনৈতিক সংকটকালে ‘জাতীয় সরকার’ নিয়ে সরগরম আলোচনা হয়। জাতীয় সরকারের দাবি তখনই সামনে আসে, যখন দলীয় সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। যেমন গ্রেট ব্রিটেনে র্যামসে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ১৯৩১-৩৫ সালের মেয়াদে এ রকম একটি সরকার গঠিত হয়েছিল। বর্ণবাদী ব্যবস্থা বিলোপের পর দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা যে সরকার গঠন করেছিলেন, তাকেও জাতীয় সরকার বলা যেতে পারে। কিন্তু বাংলাদেশের সংকটটা হলো রাজনৈতিক নেতৃত্ব এখনো নির্বাচনের বিষয়ে ঐকমত্যে আসতে পারেনি। কয়েকটি দল মিলে সরকার হলেই সেটি জাতীয় হয় না। সরকারের বাইরে যারা থাকে, তারাও জাতির অংশীদার।
বাংলাদেশে প্রথম জাতীয় সরকারের ধারণাটি আসে ১৯৭১ সালে। সে সময় আওয়ামী লীগের বাইরে যেসব রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তাদের দাবি ছিল সব দলকে নিয়েই সরকার গঠন করা হোক। আওয়ামী লীগের নেতৃত্ব সেই দাবি মেনে নেয়নি, তারা এককভাবে সরকার গঠন করে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.