মোঃ আশরাফুল ইসলাম , স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।
প্রতিষ্ঠার প্রায় ১৫৬ বছর পেরোলেও দিনাজপুর পৌরসভার আধুনিকতার ছোঁয়া লাগাতে পারেনি প্রশাসন। রাস্তাঘাট, অতিরিক্ত যানজট, সঠিক ড্রেনেজ ব্যবস্থাপনা নেই কোনো আধুনিক নগর পরিকল্পনা এই পৌরসভায়। এধরণের নানান প্রতিবন্ধকতায় পিছিয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর পৌরসভার উন্নয়ন কার্যক্রম।
দিনাজপুর পৌরসভার এই দূর্দশা দেখে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্ক পেমব্রোক সিটি কর্তৃপক্ষ।আজ ৩০ জুলাই সকালে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলামের সভাপত্বিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ভাইস মেয়র মুসফেকা কাশেম ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো.রিয়াজুদ্দিনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে দিনাজপুর পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, নিষ্কাশন ব্যবস্থা, কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে সহায়তার বিষয় উঠে আসে।দিনাজপুর পৌরসভার ইতিহাসে এমন চুক্তি এই প্রথম। দিনাজপুর পৌরবাসীর প্রত্যাশা থাকবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্ক পেমব্রোক সিটি এবং দিনাজপুর পৌরসভা কর্তৃক সম্পাদিত এই চুক্তির সব বিষয় যাতে বাস্তবায়িত হয় এবং পৌরবাসী যাতে এর সুফল ভোগ করতে পারে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.