মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন,বাংলাদেশের দীর্ঘতম দিঘী রামসাগর। পর্যটন বিকাশ সুস্থ বিনোদনের জন্য অনেক সৌখিন মানুষ আছে যারা বরশি দিয়ে মাছ ধরতে আগ্রহী তাদের দৃষ্টি আকর্ষণ করছি। দিনাজপুরকে সকল মানুষই চিনে, তবে আমরা রামসাগরের মাধ্যমে আরেকটু ভালোভাবে চেনাতে চাই। সে বিষয়টিকে লক্ষ্য রেখে আমরা কয়েক ধাপে রামসাগরে ১৩০ মন বিভিন্ন প্রজাতির মাছ রেখেছি। এরমধ্যে রুই, কাতলা, সিলভার কার্প, বিগহেড, কালিবাউস ইত্যাদি ।
১সেপ্টেম্বর(সোমবার)দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুরের ঐতিহাসিক রামসাগরের জলমহালে মৎস্য অবমুক্ত করণ উপলক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি (ডিসি) উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর ই আলম সিদ্দিকী, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন ,এনডিসি অভ্র জ্যোতি বড়াল, দিনাজপুর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার, জেলা প্রশাসনের সহকারি কমিশনার বৃন্দ, জেলা মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক ( মৎস্য উৎপাদন) মোঃ খায়রুল আলম, প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.