মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
১৬ এপ্রিল (বুধবার)২০২৫ খ্রি. পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার মার্চ/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ।মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার সকল অফিসার ইনচার্জকে দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নিবিড়ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন এবং (মার্চ/২০২৫) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য অর্থ পুরস্কার অফিসারদের হাতে তুলে দেন।
এ সময় পুলিশ সুপার নিজ হাতে ফুলবাড়ী থানার চৌকস অফিসার্স ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম কে পুরস্কার প্রদান করেন
এ সময় আরো উপস্থিত ছিলেন সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সকল থানার অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন এবং অধঃস্তন কর্মকর্তাবৃন্দ।।