মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে তদন্তে দুর্ণীতি দমন কমিশন ( দুদক)।
আজ ১৩ এপ্রিল (রবিবার) মহাসড়ক পরিদর্শনে করেন দিনাজপুর দুদকের টিম।
দিনাজপুর শহর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পর্যন্ত সড়কটি চার বছর আগে সম্প্রসারণ করা হয়।
৮৮২ কোটি টাকা ব্যয়ে দুই লেন থেকে চার লেনে উন্নীত হওয়া ১০৬ কিলোমিটারের সড়কটিকে ঘিরে ওই পথে যাতায়াতকারীরা স্বপ্ন দেখতে থাকেন। কিন্তু তাদের সেই স্বপ্ন বেশিদিন স্থায়ী হয়নি। নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছর পর থেকেই দীর্ঘ এ পথের অর্ধেকের বেশি অংশে গর্তের সৃষ্টি হয়। এ ছাড়া ঢেউ খেলানো রাস্তার কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়নে সম্প্রসারিত সড়কটি এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, আঞ্চলিক এই সড়কটির গুরুত্ব বিবেচনা করে ২০১৭-১৮ অর্থবছরে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর শহর পর্যন্ত সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়। বরাদ্দ দেওয়া হয় ৮৮২ কোটি টাকা। ২০১৮ সালের ১ জুলাই থেকে আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। ৯টি গুচ্ছের মাধ্যমে চলা সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হয় ২০২১ সালের ডিসেম্বরে। কিন্তু কাজ শেষ হওয়ার দুই বছর পর থেকে রাস্তার অনেক অংশ দেবে যেতে থাকে। দৃশ্যমান হয় ঢেউ খেলানো রাস্তা। দিন দিন তা চলাচলের অনুপযোগী হতে থাকে।খোঁজ নিয়ে জানা গেছে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কটি ওই অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জেলার বিরামপুর, হিলি, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, ফুলবাড়ী মানুষদের এ পথ দিয়ে দিনাজপুর সদরে আসা-যাওয়া করতে হয়। এই সড়ক দিয়েই দেশের একমাত্র মধ্যপাড়া কঠিন শীলা খনি, বড়পুকুরিয়া কয়লা খনি এবং কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে যাতায়াত করতে হয়। এ ছাড়া ঢাকা থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড়গামী বিপুলসংখ্যক যানবাহন এ পথ দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু ব্যস্ততম এ সড়কটি দিয়ে এখন নির্বিঘ্নে যাতায়াত করা যাচ্ছে না।দিনাজপুর -ফুলবাড়ী- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনসহ তদন্তে করেন দুদকের দলটি সড়কে সমস্যা ও মাপজোগ করেন। এসময় ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন দিনাজপুর দুদকের উপপরিচালক মো. আতাউর রহমান, সহকারী পরিচালক ইসমাইল, সহকারী পরিচালক খাইরুল বাশার, সহকারী পরিদর্শক শাহাজান আলীসহ অনেকে।এ সময় দিনাজপুর দুদকের উপপরিচালক মো. আতাউর রহমান বলেন, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি নির্মানে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারে করার অভিযোগ পাওয়া গেছে। কমিশন থেকে আমাদের অভিযান পরিচালনা জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মোতাবেক আমরা দিনাজপুরে জেলা থেকে অভিযান পরিচালনা করছি। দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ ১০৬ কিলোমিটার পর্যন্ত রাস্তার খারাপ অবস্থা সেগুলো তদন্ত করে তথ্য প্রমাণ সংগ্রহ ও পর্যালোচনা করে কমিশনে রিপোর্ট প্রকাশ করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।।